Featured Authors
Dr. Soumen Dey
সৌমেন দে। পেশায় দক্ষ চিকিৎসক। নেশা এবং ভালবাসায় তিনি সুলেখক। বহু পত্র পত্রিকায় ওনার লেখা ইতিমধ্যে জনপ্রিয়। কবিতা তাঁর প্রিয় বিষয়। সুতনু প্রকাশনীর হাত ধরে ওনার দুটি কাব্যগ্রন্থ, মাথার ওপর যুবক দুপুর, নেয়ে ওঠে নদী দুপুরে, এবং একটি উপন্যাস সীতার আত্মপ্রকাশ। দীর্ঘদিনের অভিজ্ঞতায় সমৃদ্ধ মানুষটির কলম শুধু শরীরের রোগ নিরাময় করেন না, মনের খোরাকও তৈরি করেন। ব্যক্তি হিসেবে তিনি একজন অনুভবী মানুষ। আধুনিকতা, মননশীলতা এবং ঐতিহ্যের মেলবন্ধনে তাঁর সাহিত্যসৃষ্টি অনন্য উৎকর্ষতায় পৌঁছে যায়। কোভিড ১৯ মহামারীর ওপর তাঁর রচিত উপন্যাস সীতা পাঠক মহলে দারুণ সাড়া ফেলেছে। পাঠকের প্রত্যাশা পূরণে অনুরূপ আরো নির্মাণ প্রকাশের অপেক্ষায়।
Popular Books
-
Dweeper MohiniGenre: Novel -
SitaGenre: Romace -
Mather Upor Jubak DupurPoetry -
Neye Othe Nodi DupurePoetry
Ajit Kumar Pal
অজিত কুমার পাল ১৯৫২ সালের ২৩শে এপ্রিল পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার সিধপুর গ্রামে জন্ম। চতুর্থ শ্রেণী পর্য্যন্ত লেখাপড়া গ্রামের পাঠশালায় । তারপর রানীগন্জ স্কুল থেকে হায়ার সেকেন্ডারি এবং ওখানেরই ত্রিবেনীদেবী ভলোটিয়া কলেজ থেকে জীবন বিজ্ঞানে স্নাতক । এরপর রাঁচী বিশ্ববিদ্যালয় থেকে মানববিদ্যায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে স্নাতকোত্তর । পরে জেভিয়ার্স ইন্সটিটিউট অফ সোস্যাল সায়েন্স, রাঁচী থেকে পারসোনেল ম্যানেজমেন্ট এবং ইন্ডাস্ট্রিয়াল রিলেশন্স এ পোস্ট গ্র্যাজুয়েট । ইন্ডিয়ান আয়রন এন্ড স্টীল কোম্পানীর কুলটি ওয়ার্কসে প্রথম চাকরী ১৯৭৬ সালে , পরে ঐ কোম্পানীরই বার্নপুর শাখায় বদলী। ২০০২ সালে ইসকো ছেড়ে যোগ দেন পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুত পর্ষদে চীফ পারসোনেল ম্যানেজার পদে। পর্ষদ পুনর্গঠনের সময় পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুত বিতরণ কোম্পানীর জেনারেল ম্যানেজার ( হিউম্যান রিসোর্স এন্ড অ্যাডমিনিস্ট্রেশন ) এর দায়িত্ব গ্রহণ । ২০১২ সালের জুলাই মাসে চাকরী জীবন থেকে অবসর নেন। চাকরিতে থাকাকালীন তিন বছরের জন্য ছিলেন নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন , বার্নপুর শাখার সচিব এবং দশ বছরেরও বেশী সময় ধরে ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুতকর্মী ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার সভাপতি।
Popular Books
-
Raktim Aakasher ItikathaGenre: Novel -
Saanjhbelate Agun Ranger AaloGenre: Poetry -
Shobdo Srote A Toronee BaowaGenre: Poetry